সর্বশেষ সংবাদ
মাছ ধরতে গিয়ে গোমতী নদীর জলে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার।

মাছ ধরতে গিয়ে গোমতী নদীর জলে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার।

মাছ ধরতে গিয়ে গোমতী নদীর জলে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম ব্রজলাল দাস। বাড়ি উদয়পুর মহকুমায় উদয়পুর পিত্রা থানার অন্তর্গত ফোটামাটি এলাকায়। শুক্রবার বিকাল তিনটায় ব্রজলাল দাস গোমতী নদীতে যায় মাছ ধরতে। নদীর অপর পাড়ে থাকা দুই ব্যক্তি ব্রজলাল দাসের নদীতে পড়ে যাওয়ার হঠাৎ শব্দ শুনতে পেয়ে তৎক্ষণাৎ দুই ব্যক্তি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। খবর পেয়ে ছুটে আসে পিত্রা ফাঁড়ি পুলিশ কর্মীরা, উদয়পুর দমকল বাহিনী ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। তারা গোমতী নদীতে তল্লাশি অভিযান চালায়। রাত ঘনিয়ে আসলেও দেহটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি। শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ এমডিআরএফ- এর সহযোগিতা ডিজাস্টার ম্যানেজমেন্ট ও দমকল বাহিনীর কর্মীরা মিলে গোমতী নদী থেকে ব্রজলাল দাসের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরবর্তী খবর