আজ কমলপুর বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আযহা অর্থাৎ বকরী ঈদ উদযাপন করা হয়। কমলপুর মহকুমা সব থেকে বড় মোহনপুর জামের মসজিদে আজ সকাল সাড়ে আটটায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ঐতিহ্য ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণভাবে নামাজে অংশ গ্রহন করেন। শনিবার ঈদ- উল আযহা উপলক্ষে কমলপুরের মোহনপুর জামের মসজিদে নামাজ আদায় করার জন্য ভোর থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের ঢল নামে। নামাজ আদায়ের পর অবসর প্রাপ্ত শিক্ষক আলমাস আলী বলেন, আজ ঈদ উল আযহা। কুরবানি ঈদ। হযরত ইব্রাহীম আত্মত্যাগের স্মরণে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব, একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃপ্রতিমের জন্য এই ঈদ উদযাপন। এদিকে, কমলপুর মহকুমার গঙ্গানগর, মানিক ভান্ডার,মেথির মিয়া, দক্ষিন হালহালী, সোনারায়, লাটিয়াবিল ইত্যাদি এলাকার মসজিদ গুলিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায়ের মাধ্যমে ঈদ- উল- আযহা উদযাপন করা হয়।