সর্বশেষ সংবাদ
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম পীঠস্থান।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম পীঠস্থান।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম পীঠস্থান। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার চায় ত্রিপুরার ছাত্রছাত্রীরা যেন ভবিষ্যতে রাজ্যের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে। তিনি বলেন রাজ্যসরকার কেন্দ্রীয় সরকারের মতো ঐতিহ্য কে সংরক্ষণের মাধ্যমে জাতীয় শিক্ষানীতিকে পাথেয় করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে ইচ্ছুক। রাজ্য সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে বহু প্রকল্প চালু করেছে। যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, বিদ্যাজ্যোতি প্রকল্প, নবম শ্রেণী ছাত্রীদের সাইকেল প্রদান ইত্যাদি। তিনি বলেন ছাত্রছাত্রীদের আগামীদিনে রাজ্যের পথপ্রদর্শক হয়ে উঠতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যপাল তথা মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের আচার্য ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, উপাচার্য ডঃ বিভাস দেব, ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌর, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ।

পরবর্তী খবর