সর্বশেষ সংবাদ
বুধবার সকালে বিশালগড় থানাধীন নেহালচন্দনগর ঘনিয়ামারা এলাকায় জমিতে গবাদি পশু ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত হয় একাধিক।

বুধবার সকালে বিশালগড় থানাধীন নেহালচন্দনগর ঘনিয়ামারা এলাকায় জমিতে গবাদি পশু ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত হয় একাধিক।

বুধবার সকালে বিশালগড় থানাধীন নেহালচন্দনগর ঘনিয়ামারা এলাকায় জমিতে গবাদি পশু ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত হয় একাধিক। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতরা হল নারায়ন দাস, সোমা দাস, মামন দাস এবং সজল মালাকার। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনা খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। মারধরের ঘটনাকে কেন্দ্র করে নেহালচন্দনগর ঘনিয়ামারা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরবর্তী খবর