সর্বশেষ সংবাদ
উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যটন ও শিল্পক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা দিনে দিনে উজ্জ্বল হচ্ছে

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যটন ও শিল্পক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা দিনে দিনে উজ্জ্বল হচ্ছে

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যটন ও শিল্পক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা দিনে দিনে উজ্জ্বল হচ্ছে। শিল্পপতিরা সম্প্রতি বেশ কয়েকটি বৈঠকে সেখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তৈরি হয়েছে উপযুক্ত পরিবেশ, যা সেখানে শিল্প ও পর্যটনের প্রসারে সহায়ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার 'নর্থইস্ট ইনভেস্টর সামিট ২০২৫'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “উত্তর-পূর্বাঞ্চলকে আর্থিকভাবে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য। আমরা সেই পথে ধাপে ধাপে কাজ করে চলেছি।” তিনি জানান, উত্তর-পূর্বে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে এবং সেখানে পরিকাঠামোগত উন্নয়ন ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতের জন্যও রয়েছে একাধিক পরিকল্পনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, “উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের মন্ত্রিসভার সদস্যরাও রেকর্ড সংখ্যকবার ওইসব রাজ্যে সফর করেছেন।” এই সব পদক্ষেপের ফলে, এই অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত খুলে গেছে, যা পর্যটন ও বিনিয়োগের দিক থেকেও আশাব্যঞ্জক।

পরবর্তী খবর