গত মাসে দেশের সার্বিক বেকারত্বের হার হয়েছে ৫.১%। ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮%। শহরে এই বয়সিদের বেকারত্বের হার ১৭% পেরিয়েছে, যেখানে মহিলাদের ক্ষেত্রে তা ২৩.৭%। গ্রামাঞ্চলে তুলনায় কম হলেও, যুবসমাজে কর্মসংস্থানের অভাব স্পষ্ট। অতি সম্প্রতি প্রথমবার কেন্দ্র মাসিক ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ প্রকাশ করল। সমালোচকরা বলছেন, সরকারের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিশ্রুতির বাস্তব চিত্র ফুটে উঠেছে এতে। ২০১৬-১৭ সালের ৬.১% রেকর্ডের তুলনায় হার কিছুটা কম হলেও, সমস্যা এখনও গুরুতর। পুরুষদের বেকারত্ব ৫.২%, মহিলাদের ৫% বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক।