চুরাইবাড়িতে ট্রান্সফর্মারের ভেতর থেকে চার কোটি টাকার শুকনো গাঁজা উদ্ধার ও ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তথা টিএসইসিএল এর কাগজপত্র উদ্ধারের পর সরজমিনে তদন্ত করতে চুরাইবাড়িতে এলেন টিএসইসিএল এর জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা। তার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জও। সরজমিনে প্রত্যক্ষ করে জেনারেল ম্যানেজার ট্রান্সফর্মার ও কাগজপত্র ভুঁয়া ও গাঁজা পাচারের জন্য অভিনব ফন্দি বলে দাবি করেন। পরিদর্শন শেষে টিএসইসিএল এর জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা জানান,এই ট্রান্সফর্মার গুলি ইলেকট্রিক কাজে ব্যবহৃত হয়নি। তাছাড়া এই সাইজের ট্রান্সফর্মার টিএসইসিএল ব্যবহার করে না। তাঁর মতে এই ট্রান্সফর্মার গুলি গাঁজা পাচারের জন্য এক অভিনব ফন্দি। তাছাড়া ট্রান্সফর্মারের সাথে উদ্ধারকৃত কাগজে সিগনেচার ভুঁয়া বলেও তিনি দাবি করেন।