আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে ও কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জাতীয় এই গভর্নেন্স ডিভিশনের সহযোগিতায় "সুশাসনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা: স্বচ্ছতা, দক্ষতা ও প্রভাব বৃদ্ধি," শীর্ষক এক সচেতনতা মূলক ও সক্ষমতা বৃদ্ধির ওপর একদিনের কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার উদ্বোধন করেন মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব কিরণ গিত্যে, তথ্যপ্রযুক্তি দপ্তরের অধিকর্তা জেয়া রাঘুল গেশান প্রমুখ। মুখ্য সচিব বলেন রাজ্যের ডিজিটাল প্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। যেখানে ই অফিস ই কেবিনেট ই গভর্নেন্স এর সুবিধাভোগী ব্যবস্থাপনা পদ্ধতি চালু হওয়ায় উপকৃত হয়েছেন সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগন। তাতে করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো সফল বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি। কর্মশালায় মোট চারটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। যার পরিচালনায় ছিলেন ডিজিটাল ইন্ডিয়ার এ আই মিশনের বিজ্ঞানী অভিষেক আগরওয়াল, ডিজিটাল ইন্ডিয়ার সাইবার স্পেশালিস্ট সম্রাট কিশোর, এন ই জি ডি এবং ইন্ডিয়া এআই সিনিয়র কনসালটেন্ট প্রভাত সিংগল, সহ অন্যান্য বিশেষজ্ঞরা তাদের মূল্যবান আলোচনা করেন।