উদয়পুরের পর এবার আগরতলা শংকর চৌমুহনি HDFC ব্যাংক শাখার বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। বিশ্রামগঞ্জ বাজারের ক্ষুদ্র জুতো ব্যবসায়ী প্রসেনজিৎ রায় ও তার মা কল্পনা রানী রায় অভিযোগ জানিয়েছেন, ২০২৪ সালের জুনে ১২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের চেইন জমা দিয়ে ৪৮,০০০ টাকার গোল্ড লোন নিয়েছিলেন। সম্প্রতি সুদসহ টাকা ফেরত দিতে গেলে জানতে পারেন, ব্যাংক তাদের স্বর্ণ বিক্রি করে দিয়েছে।
এই ঘটনায় ভেঙে পড়েন প্রসেনজিৎ ও তার অসুস্থ মা। প্রসেনজিৎ জানান, না জানিয়েই কীভাবে তাদের গহনা বিক্রি করা হল? ব্যাংকের দেওয়া ২৩,০০০ টাকার চেক তিনি প্রত্যাখ্যান করেছেন, দাবি করছেন, স্বর্ণের বর্তমান মূল্য অন্তত ১.১০ লক্ষ টাকা। তিনি বলেন, “এই বিশ্বাসঘাতকতার দায় ব্যাংককেই নিতে হবে।”ঘটনার পরিপ্রেক্ষিতে তারা পশ্চিম থানায় মৌখিক অভিযোগ করেছেন এবং আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখার, ব্যাংক কর্তৃপক্ষ তাদের গহনা ফিরিয়ে দেয় কিনা।