সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিতই থাকছে—সরাসরি জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। আজ পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বলেন, “পাকিস্তান যদি সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করে, তাহলে চুক্তি পুনরায় কার্যকর হওয়ার প্রশ্নই নেই।”১৯৬০ সালে ভারত-পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি অনুযায়ী, সিন্ধু নদীর জলবণ্টনের একটি কাঠামো তৈরি হয়। তবে সম্প্রতি জম্মু-কাশ্মীরের পাহালগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ভারত এই সিদ্ধান্ত গ্রহণ করে। ওই হামলায় প্রাণ হারান ২৬ জন।
ভারতের দাবি, এই হামলার পেছনে পাকিস্তান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলির হাত রয়েছে। তাই এখনই কূটনৈতিক কোনও সৌজন্যের জায়গা নেই। ভারতের অবস্থান স্পষ্ট—সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।