সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল এডি নগর প্লে সেন্টার
20/02/2025 /
খেলা
সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল এডি নগর প্লে সেন্টার । তারা হারিয়ে দিলো জুয়েলসকে।দলের প্রত্যেকটা ক্রিকেটারই নিজেদের সেরাটা তুলে ধরলো সেমিফাইনাল ম্যাচে। এই জয়ে খুবই খুশি কোচ সহ ম্যানেজমেন্টের কর্মকর্তারা।