আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সাহায্যে ও অভয় মিশনের উদ্যোগে বন্যা ত্রাণ ও ব্যবস্থাপনা অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন গত বছরের বন্যার মতো বন্যা ত্রিপুরা আগে কখনো দেখিনি। তিনি বলেন এই বন্যায় রাজ্যের ১২টি নদীর মধ্যে ১১টি নদীর জল বিপদ সীমার উপর চলে গেছিল। তাছাড়া ৬টি নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে। মুখ্যমন্ত্রী বলেন বন্যায় ১৭ লক্ষর মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ৪লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে। এই বন্যায় সরকারের ১৫ হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরায় এখনো প্রচুর বিনিয়োগকারীরা আসছেন। ফলে রাজ্যের বেকারদের কর্মসংস্থানের একটি নতুন দিশা এখন খুলে গেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাঃ বিশাল কুমার, সদর মহকুমা শাসক মানিক লাল দাস প্রমুখ।