সর্বশেষ সংবাদ
বাড়িতে প্রবেশ করে সুনমতি দেববর্মা নামে এক বৃদ্ধা মহিলাকে কে বা কারা দা দিয়ে কুপিয়ে আঘাত করে অর্ধ অগ্নিদগ্ধ করে ফেলে রেখে যায়।

বাড়িতে প্রবেশ করে সুনমতি দেববর্মা নামে এক বৃদ্ধা মহিলাকে কে বা কারা দা দিয়ে কুপিয়ে আঘাত করে অর্ধ অগ্নিদগ্ধ করে ফেলে রেখে যায়।


বাড়িতে প্রবেশ করে সুনমতি দেববর্মা নামে এক বৃদ্ধা মহিলাকে কে বা কারা দা দিয়ে কুপিয়ে আঘাত করে অর্ধ অগ্নিদগ্ধ করে ফেলে রেখে যায়। ঘটনা মঙ্গলবার সালেমা থানার মেন্দি গ্রামে। খবর পেয়ে সালেমা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে অর্ধমৃত অবস্থায় বৃদ্ধাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পেছনে কি রহস্য রয়েছগে তা বলতে পারছে না কেউ। সালেমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক পল্লবী দাস জানান, তার মাথায় দায়ের আঘাত রয়েছে, পায়ের একাংশ আগুনে পুড়ে যায়। অবস্থা আশঙ্কাজনক। তাই সালেমা হাসপাতাল থেকে তাকে জেলা হাসপাতালে রেফার করা হয়। আহত বৃদ্ধার ছেলে জানান, ঘটনার সময় তিনি কাজে ছিলেন। ঘটনার খবর পেয়ে এসে দেখেন মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কি ভাবে ঘটনা হয়েছে তিনি জানেন না। এই ঘটনায় সালেমার মেন্দী গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পরবর্তী খবর