আজ আগরতলার রবীন্দ্রশতবার্ষিকী ভবনে খাদ্য, জনসংভরণ এবং ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তর ও পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত জাগৃতি শীর্ষক রাজ্যভিত্তিক আন্ত:কলেজ কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডাঃ বিশাল কুমার, পরিবহন দপ্তরের সচিব চন্দ্র কুমার জমাতিয়া প্রমুখ। আজকের কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।