পঞ্চম সিনিয়র জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপে ট্র্যাডিশনাল ইভেন্টে ত্রিপুরার পুজা সাহা রূপোর পদক জিতেছেন। সম্প্রতি কর্নাটকের টুমাকুরুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে একটি মাত্র পদক আসে ত্রিপুরার ঝুলিতে। পুজা সাহা এই পদক এনে দেন ত্রিপুরাকে । এদিকে
যোগাসন অ্যাসোসিয়েশন
অফ ত্রিপুরার সেক্রেটারি পঙ্কজ মজুমদার জানিয়েছেন আগামী জানুয়ারী মাসে উত্তরাখন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ৩৮তম ন্যাশানাল গেমসে রাজ্যের হয়ে অংশ গ্রহণ করবেন পুজা । এছাড়াও আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ত্রিপুরার পুজা সাহা।