জেলা প্রকল্প অফিস, সমগ্র শিক্ষার উদ্যোগে দু'দিনব্যাপী জেলা স্তরের বাল বৈজ্ঞানিক প্রদর্শনী আজ থেকে রাজধানীর উমাকান্ত একাডেমী স্কুলে শুরু হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী চিন্তাধারাকে মডেল আকারে প্রকাশ করে তাদের চিন্তাধারা প্রস্ফুটিত করাই এ ধরনের বিজ্ঞান প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এই ধরনের প্রদর্শনীতে ছাত্র-ছাত্রীদের মেধা উদ্ভাবনী শক্তি বিকশিত হয়। এই প্রদর্শনীতে মোট ৩৮ টি মডেল নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। দুদিন ব্যাপী এই প্রদর্শনী থেকে প্রথম পাঁচটি মডেল রাজ্য ভিত্তিক আসরে অংশ গ্রহণ করবে। রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীতে উত্তর পূর্বাঞ্চল তারপর জাতীয় স্তরে অংশগ্রহণ করবে। বিজ্ঞান নিয়ে ছাত্র-ছাত্রীদের কৌতুহলকে প্রস্ফুটিত করার লক্ষ্যেই সাস্টেনেবল সায়েন্স এন্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ফিউচার এই থিমের উপর আয়োজিত হচ্ছে এই দুদিন ব্যাপী প্রদর্শনী। তাছাড়া এই দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে বিজ্ঞান বিষয়ক সেমিনার। সেখান থেকে একজনকে বাছাই করে রাজ্য স্তরে পাঠানো হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, উমাকান্ত একাডেমীর প্রধান শিক্ষক রাজেশ দেববর্মণ সহ অন্যান্যরা।