সর্বশেষ সংবাদ
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পরাজয় দিয়ে এবারের অভিযান শুরু করেছিল ত্রিপুরা।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পরাজয় দিয়ে এবারের অভিযান শুরু করেছিল ত্রিপুরা।


সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পরাজয় দিয়ে এবারের অভিযান শুরু করেছিল ত্রিপুরা।  আর সেই হারের মালা বরণ করেই এবারের  মত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শেষ করল ত্রিপুরা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে  বৃহস্পতিবার  B গ্রুপে নিজেদের  শেষ ম্যাচে  হারের মুখ দেখল মন্দীপ সিং ব্রিগেড।  সৌরাষ্ট্রের কাছে চার উইকেটে এদিন পরাজিত হয় ত্রিপুরা।  মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে  ব্যাট করতে নেমে ১৯ ওভার তিন বলে মাত্র ১৩৬ রানে অল আউট হয়ে যায় ত্রিপুরা।   বিক্রম কুমার দাস ৪৪ বলে ৫২ ও মনি শঙ্কর মুড়া সিং ৩৩ বলে ৫১ রান করে আউট হন।   এই দুই ব্যাটার রুখে না দাঁড়ালে স্কোরবোর্ডে এদিন ত্রিপুরার আরও হতশ্রী দশা হতে পারত।  জয়ের জন্য খেলতে নেমে  ১৩ ওভার ৩ বলে ৬  উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সৌরাষ্ট্র।  এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গ্রুপ B তে ছিল  ত্রিপুরা। গ্রুপে সাতটি ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচে জয় পায়,   পাঁচটিতেই পরাজিত হয় ত্রিপুরা।  ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে শেষ করল ত্রিপুরা।

পরবর্তী খবর