ধানকে প্রাকৃতিক বিপর্যয় এবং পোকার হাত থেকে রক্ষা করতে রাজ্য সরকার রাজ্যের ধান-প্রধান মহকুমা সমূহে ৩১ টি ধানের গুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই ১০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ১১ টি গুদামের দরজা কৃষকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আরও একটি ধানের গুদাম উদ্বোধন হল। ধলাই জেলার বামন ছড়ায় ১ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এই ধানের গুদামের উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
এদিকে এদিনই ধলাই জেলারই সালেমা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ এবং বিশ্ব মাটি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানেরও সূচনা করেন কৃষী মন্ত্রী রতন লাল নাথ।
এই অনুষ্ঠানে ৫০ হাজার কেজি উন্নত জাতের আলুর বীজ স্হানীয় ৬০০ জন কৃষকের মধ্যে বিতরণ করা হয় এবং ৫ হাজার প্যাকেট সব্জির বীজ উপস্থিত কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি ১০০ জন কৃষকের মধ্যে বিভিন্ন কৃষিজ সামগ্রী ও যন্ত্রপাতিও প্রদান করা হয়।