সর্বশেষ সংবাদ
মহারাষ্ট্রের নভি মুম্বইয়ের খারঘরে ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জমি কিনেছে রাজ্য সরকার।

মহারাষ্ট্রের নভি মুম্বইয়ের খারঘরে ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জমি কিনেছে রাজ্য সরকার।


মহারাষ্ট্রের নভি মুম্বইয়ের খারঘরে ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জমি কিনেছে রাজ্য সরকার।  বৃহস্পতিবার সেই জমি  পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।     
মুখ্যমন্ত্রী এদিন ত্রিপুরা ভবনের নকশাটিও  বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন ।  "এই  ত্রিপুরা ভবন নির্মাণকে সামনে রেখে ইতিমধ্যেই ১০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে  রাজ্য মন্ত্রিসভা" বলে এদিন জানান মুখ্যমন্ত্রী ।  মুম্বইতে ত্রিপুরা ভবন নির্মাণ হলে  ত্রিপুরার থেকে মুম্বইতে যারা আসবেন তাদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে বলে এদিন অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

পরবর্তী খবর