বুধবার আইপিএফটির রাজ্যভিত্তিক সমা বেশ আয়োজিত হলো এডিসির সদর দপ্তর খুমুলুঙ্গে। এই সমাবেশে পৃথক রাজ্য তৈরি তথা আইপিএফটির মূল দাবির সাপেক্ষে বিশদ আলোচনা বক্তাদের তরফে তুলে ধরা হয়। আইপিএফটি দলের নেতৃত্বদের তরফে জানানো হয়, বিজেপি আইপিএফটি সরকার ১৮ সালে ক্ষমতায় আসার পর জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি বিধানসভায় নেওয়া হয়েছিল সেগুলা এখনো বাস্তবায়িত হয়নি। তার বেশীর ভাগই পূরণ হয়নি। এই সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সহ আরো অনেকে।