মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ডাঃ মানিক সাহা। বুধবার রাতেই মুম্বই পৌঁছবেন তিনি বলে জানা গেছে । বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মুম্বইয়ে ত্রিপুরা ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমিটিও পরিদর্শন করবেন। উল্লেখ্য মুম্বইয়ে ত্রিপুরা ভবন নির্মাণের জন্য সম্প্রতি জমি অধিগ্রহণ করেছে রাজ্য সরকার।