পুষ্পবন্ত প্রাসাদ বাঁচান! ত্রিপুরার ইতিহাস সংরক্ষণ করুন! এই স্লোগানের মাধ্যমে ত্রিপরা ওমেন ফেডারেশন বুধবার বিবেকানন্দ ময়দান থেকে একটি মিছিল বের করে সার্কিট হাউজের সামনে অবস্থানে বসে। তাদের দাবি পুষ্পবন্ত প্রাসাদে কোনমতেই পাঁচতলা হোটেল বানানো যাবে না। ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর কর্তৃক তৈরি হওয়া এই প্রসাদে হোটেল তৈরি না করে তাকে সংরক্ষণ করার দাবিও জানান তারা। প্রসঙ্গত গতকালকে প্রদ্যুৎ কিশোর মানিক্য বলেন যে পুষ্পবন্ত প্রাসাদে রাজ্য সরকার কি করতে যাচ্ছেন তা তারা জানে না সে ব্যাপারে আলোচনা করার দরকার। পাশাপাশি তিনি বলেছিলেন রাজ্যের পর্যটন বিকাশের বিরুদ্ধে নয় তিনি তিনি নিজেও হোটেল চালান। পাশাপাশি যদি হোটেল খোলা হয় তার রয়্যালটি শেয়ার করা হবে কিনা সেই ব্যাপারেও জানতে চান তিনি। রাজ্য সরকারকে আলোচনার মাধ্যমে সব স্থির করার আহ্বান জানান তিনি।