আগামী ২১ ডিসেম্বর এমবিবি কলেজের উপরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে নাম জমা দেবার শেষ তারিখ ১৬ ডিসেম্বর। ১৭ তারিখ স্ক্রুটিনি। ১৮ তারিখ লটারী। টুর্নামেন্টে চ্যাম্পীয়ান দল পাবে ২৫০০ টাকা প্রাইজমানী ও ট্রফি। রানার্স দল পাবে ১৫০০ টাকা প্রাইজমানী ও ট্রফি। তাছাড়া প্লেয়ার অব দা টুর্নামেন্ট এর পাশাপাশি সেরা বলার ফিল্ডার ও ব্যাটসম্যানদের জন্য থাকবে ট্রফি। সেই সাথে দুজন করে চিত্র সাংবাদিক ও ক্রীড়া সাংবাদিককে সম্বর্ধনা দেওয়া হবে এই অনুষ্ঠানে। আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজত এক সাংবাদিক সন্মেলনে একথা জানিয়েছেন বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্যোক্তারা।