সর্বশেষ সংবাদ
কৈলাসহর পূর্ব  ইয়াজেখাওরা এলাকার একটি বাড়িতে গাছ কাটতে গিয়েছিলেন নানু মিয়া সহ আরো দুইজন লোক।

কৈলাসহর পূর্ব  ইয়াজেখাওরা এলাকার একটি বাড়িতে গাছ কাটতে গিয়েছিলেন নানু মিয়া সহ আরো দুইজন লোক।


কৈলাসহর পূর্ব  ইয়াজেখাওরা এলাকার একটি বাড়িতে গাছ কাটতে গিয়েছিলেন নানু মিয়া সহ আরো দুইজন লোক। এক সময় গাছটি একটি অন্য একটি গাছে ধাক্কা খেয়ে হঠাৎ করে নান্নু মিয়ার উপরে পড়ে যায়। ঘটনাস্থলেই নান্নু মিয়ার মৃত্যু হয়। এলাকাবাসী এই ঘটনার খবর পেয়ে নান্নু মিয়াকে অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি দিয়ে কৈলাশহর জেলা হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় কৈলাসহর ইরানি থানাতে কৈলাশহর ইরানি থানা থেকে ছুটে আসে পুলিশ এবং টিএসআর। পুলিশ ঘনাস্থলে এসে ঘটনা তদন্ত শুরু করেছেন। কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং  ওয়ার্ডের বাসিন্দা ছিলেন মিয়া। তার মৃত্যুর সংবাদ শুনে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পরবর্তী খবর