সর্বশেষ সংবাদ
গত এক মাসে অঙ্গনওয়াড়ী স্কুলে দুবার চুরি করলো চোরের দল।

গত এক মাসে অঙ্গনওয়াড়ী স্কুলে দুবার চুরি করলো চোরের দল।


গত এক মাসে অঙ্গনওয়াড়ী স্কুলে দুবার চুরি করলো চোরের দল। ঘটনা মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত  গ্রাম পঞ্চায়েতের সমেদ আলী অঙ্গনওয়াড়ী স্কুলে। জানা গেছে অঙ্গনওয়াড়ী স্কুলের শিশুদের রান্না করার জন্য যে গ্যাস  সিলিন্ডার ব্যবহার করা হয়, গতকাল রাতে এই স্কুলের তালা ভেঙ্গে গ্যাসের সিলিন্ডার, রান্নার চুলা ১ বস্তা  চাল, চুরি করে নিয়ে যায় চোরের দল, এবং সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে রেখে দেয়। এই সমেত আলি অঙ্গনওয়াড়ি স্কুলে গত এক মাস আগেও জলের কল, পাইপ চুরি করে নিয়ে যায়। অঙ্গনওয়াড়ি স্কুলের চুরির খবর পেয়ে বুধবার ছুটে আসেন কলমখেত  গ্রাম পঞ্চায়েতের প্রধান ইমাম হোসেন সহ অন্যনান্যরা। থানায় এই ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর