সর্বশেষ সংবাদ

"আমি পর্যটন শিল্পের বিরুদ্ধে নই  আমি নিজে হোটেল চালাই 


"আমি পর্যটন শিল্পের বিরুদ্ধে নই  আমি নিজে হোটেল চালাই 
পুষ্পবন্ত প্যালেসে কি হবে সেটা আমাদের জানানো উচিত, এখানে রাজ্য সরকার কি পরিকল্পনা নিয়েছে সেটা আমি ঠিকঠাকমতো জানি না। এই বিষয়ে আলোচনা দরকার।" মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে সাক্ষাত করার পর এই কথাগুলো বললেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।

পরবর্তী খবর