আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। "অধিকারের পথ ধরো" এই থিমকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী পালিত হচ্ছে এইডস দিবস। এই দিনটিকে সামনে রেখে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা জনসাধারণকে এই মরণব্যাধি সম্পর্কে সচেতন করতে লিফলেট বিলি করে আগরতলা শহরে। যে লক্ষন গুলি HIV ভাইরাসের কারনে হয়ে থাকে তা হচ্ছে দ্রুত ওজন হ্রাস, চরম ক্লান্তি, ত্বকের বিবর্ণতা, পেশী ব্যাথা, রাতে অস্বাভাবিক ঘাম ঝরা, চামড়ায় ফুসকুড়ি বের হওয়া। এইচ আই ভি ভাইরাসের কারনে এইডস যেভাবে ছড়ায় তা হলো, অসুরক্ষিত যৌন মিলন, ইনজেকশানের সিরিঞ্জ একাধিক ব্যক্তির দেহে প্রবেশ করালে, পাবলিক টয়লেট ব্যবহারের ফলে, আক্রান্ত গর্ভবতী মায়েদের থেকে বাচ্চার মধ্যে, সংক্রমিত ব্যক্তির রক্ত অন্য সুস্থ মানুষের দেহে প্রবেশ করালে। এ সকল জিনিস থেকে দূরে থাকার আহ্বান জানায় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা।