সর্বশেষ সংবাদ
প্রথম স্বামীকে হত্যার অভিযোগে ১০ বছর পর গ্রেপ্তার স্ত্রী গীতা রানী দেববর্মা।

প্রথম স্বামীকে হত্যার অভিযোগে ১০ বছর পর গ্রেপ্তার স্ত্রী গীতা রানী দেববর্মা।


প্রথম স্বামীকে হত্যার অভিযোগে ১০ বছর পর গ্রেপ্তার স্ত্রী গীতা রানী দেববর্মা। পলাতক দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মা। ঘটনা বিশ্রামগঞ্জ কলকলিয়ার দুর্গা চৌমুহনি এলাকায়। জানা গেছে ২০১৪ সালে গীতা রানী দেববর্মার বিয়ে হয়েছিল হরিয়ানার এক যুবক রামধারীর সাথে। পরে সে  গর্ভবতী অবস্থায় বিশ্রামগঞ্জ জগাইবাড়ি এলাকায় নিজের বাপের বাড়িতে চলে আসেন। পরে গীতা রানী দেববর্মা টাকারজলা থানার অন্তর্গত কানু রামবাড়ি এলাকার সুমিত দেববর্মা নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। দীর্ঘ কয়েক বছর যাবৎ প্রথম স্বামীর সাথে গীতা রাণী দেববর্মার যোগাযোগ থাকার পর হঠাৎ বন্ধ হয়ে যায় রামধারীর সাথে। প্রথম স্বামীর কিছু একটা সন্দেহ হওয়াতে হরিয়ানার থেকে স্ত্রীর সাথে দেখা করতে ট্রেনে করে বৃহস্পতিবার সকালে আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছায় প্রথম স্বামী। এদিকে গীতা রানী দেববর্মা দ্বিতীয় স্বামীর সাথে প্রথম স্বামীকে স্টেশন থেকে সোজা নিয়ে আসে কলকলিয়া দুর্গা চৌমুহমনি ফরেস্ট ল্যান্ড এলাকায়। সেখানেই প্রথমে ছুরি দিয়ে প্রথম স্বামীর গলা কেটে মুখের উপর এসিড ঢেলে দেয়। বেশ কয়েক ঘন্টা পর স্থানীয় কিছু লোক যখন রাবার বাগানে রাবার গাছ কাটার উদ্দেশ্যে যায়। সেই সময় দেখতে পায় মৃতদেহ রাস্তায় পড়ে আছে। পুলিশ এসে তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাতে গীতা রানী দেববর্মাকে বিশ্রামগঞ্জ জগাইবাড়ি থেকে তার বাবার বাড়ি থেকে রাতে তুলে নিয়ে আসে বিশালগড় থানায়। শুক্রবার দুপুরে গ্রেপ্তার অভিযুক্ত গীতা রাণী দেববর্মাকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।

পরবর্তী খবর