সর্বশেষ সংবাদ
প্রদেশ বিজেপির নমো যুব যাত্রা চলতি মাসের ২০ নভেম্বর, সাব্রুম থেকে শুরু হয়ে রাজ্যের ১০ টি সাংগঠনিক জেলা পরিক্রমন করে আজ রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে এসে সমাপ্ত হয়েছে।

প্রদেশ বিজেপির নমো যুব যাত্রা চলতি মাসের ২০ নভেম্বর, সাব্রুম থেকে শুরু হয়ে রাজ্যের ১০ টি সাংগঠনিক জেলা পরিক্রমন করে আজ রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে এসে সমাপ্ত হয়েছে।


প্রদেশ বিজেপির নমো যুব যাত্রা চলতি মাসের ২০ নভেম্বর, সাব্রুম থেকে শুরু হয়ে রাজ্যের ১০ টি সাংগঠনিক জেলা পরিক্রমন করে আজ রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে এসে সমাপ্ত হয়েছে। এর আগে রাজধানীর এলবার্ট এক্কা পার্কের সামনে থেকে একটি বাইক র‍্যালী শুরু হয়। র‍্যালীর অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। পরে রাজধানীর রবীন্দ্রভবনের সামনে নমো যুব যাত্রার সমাপন সমাবেশে প্রধান বক্তার ভাষনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেন, এই ঐতিহাসিক নমো যুব যাত্রা রাজ্যের যুবাদের নতুন ভাবে অনুপ্রানীত করেছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়ে যেভাবে যুবসমাজ এগিয়ে আসছে তা অভুতপূর্ব ভাবে সাড়া দিয়েছে এই রাজ্যের যুবারা। আগামী ২০৪৭ সালের মধ্যে দেশের প্রধানমন্ত্রী যে বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন, রাজ্যের যুবাদের সাথে নিয়ে সেই বিকশিত ভারতের দিকে এগিয়ে চলছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী বলেন যুবশক্তি হচ্ছে দেশের মূল চালিকাশক্তি। সেই যুবশক্তিকে একজোট করে সরকার এবং পার্টি সামনের দিকে এগিয়ে চলেছে। সমাবেশে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিজেপি ত্রিপুরা রাজ্য প্রভারী ডঃ রাজদীপ রায়, বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস প্রমুখ।

পরবর্তী খবর