এডিসিতে আগামী নির্বাচনের আগে নয়া রাজনৈতিক কৌশল তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মণের। তিপ্রা মথা এবং IPFT এর জোটের সলতে পাকানোর প্রক্রিয়া শুরু করে দিলেন প্রদ্যোত কিশোর। বৃহস্পতিবার তাঁর এক অডিও বার্তায় ফুটে উঠল সেই সলতে পাকানোর ছবি । অডিও বার্তায় প্রদ্যোত কিশোর জানিয়েছেন " বর্তমানে রাজ্যের মন্ত্রী তথা IPFT নেতা শুক্লা চরণ নোয়াতিয়ার সাথে তিনি কথা বলেছেন ADC তে আগামী নির্বাচনে তিপ্রা মথা ও IPFT জোট প্রসঙ্গে। "
অডিও বার্তায় তিপ্রাসাদের একত্রিত হওয়ার বার্তাও দেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা। মণিপুরের বর্তমান পরিস্থিতিও অডিও বার্তায় তুলে ধরেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। সেখানে তিনি বলেন " মণিপুরে যা হচ্ছে এতে মণিপুরেরই ক্ষতি হচ্ছে।" অডিও বার্তায় ত্রিপুরার জনজাতিদের নিজেদের দাবি আদায়ের জন্য একত্রিত হয়ে একসুরে দিল্লির দরবারে আওয়াজ তোলার বার্তা দেন প্রদ্যোত কিশোর দেববর্মণ ।
প্রদ্যোত কিশোর দেব বর্মণের নয়া রাজনৈতিক কৌশল অবলম্বনের প্রক্রিয়ায় তিনি কতটা সাফল্য পান সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।