জলে ডুবে মৃত্যু হয়েছে সাড়ে তিন বছরের এক শিশুর। ঘটনা কৈলাসহরের লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, গৌরনগর ব্লকের ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ আলীর স্ত্রী,তার সন্তানদের নিয়ে বাপের বাড়ি বেড়াতে যান। কিন্তু হঠাৎ করে পরিবারের লোকজন লক্ষ্য করেন যে সাড়ে তিন বছরের শিশুটি বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পর তারা বাড়ির জলের ট্যাংক’র মধ্যে শিশুটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।