দিন-দুপুরে বয়স্ক একজন চা দোকানিকে গাড়িতে ১০-১২ জন যুবকের মাধ্যমে তুলে নেবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগমা করুইয়ামুড়া এলাকায়। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যাওয়া ওই ব্যক্তির নাম কানু লাল ঘোষ। এই ঘটনায় তার ছেলে ও স্ত্রী গণমাধ্যমের সামনে উদ্বেগের কথা তুলে ধরেছেন। তারা জানিয়েছেন পুলিশকে খবর দেওয়া হয়েছে বিষয়টির নাকি তদন্ত শুরু হয়েছে।