সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ত্রিপুরাকে লজ্জার মুখে ফেলে চলেছেন মনদীপ সিং, মণি শঙ্কর মুড়াসিং, রজত দে, অভিজিৎ সরকাররা । এ মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে লজ্জাজনক ফর্ম অব্যাহত ত্রিপুরার। তামিলনাড়ু এবং কর্ণাটকের কাছে হারের পর এবার গুজরাটের কাছেও পরাজিত হয়ে হারের হ্যাটট্রিক করল ত্রিপুরা। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে গ্রুপ B- তে নিজেদের তৃতীয় ম্যাচে গুজরাটের মুখোমুখি হয় ত্রিপুরা। ম্যাচে গুজরাটের কাছে আট উইকেটে পরাজিত হয় মনদীপ সিং ব্রিগেড। টসে জিতে ত্রিপুরাকে ব্যাট করতে পাঠায় গুজরাট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে ত্রিপুরা। দলের হয়ে একমাত্র শ্রীদাম পাল ছাড়া ত্রিপুরার আর কোনও ব্যাটার গুজরাটের বোলারদের কাছে দাঁড়াতে পারেননি। ৪৯ বলে ৫৭ রান করে আউট হন শ্রীদাম পাল । জবাবে জয়ের জন্য খেলতে নেমে মাত্র ১০ ওভার ২ বলে জয় তুলে নেয় গুজরাট। ওপেনার উর্ভিল প্যাটেল ৩৫ বলে ১১৩ রানে অপরাজিত থেকে কার্যত একার হাতে ত্রিপুরাকে পরাজিত করেন।