সর্বশেষ সংবাদ
খোয়াইয়ের লালটিলায় ভয়াবহ বাইক দুর্ঘটনা

খোয়াইয়ের লালটিলায় ভয়াবহ বাইক দুর্ঘটনা

খোয়াইয়ের লালটিলায় ভয়াবহ বাইক দুর্ঘটনা! আর তাতে গুরুতরভাবে জখম  এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় বুধবার সাড়ে তিনটা নাগাদ ফায়ার সার্ভিস কর্মীরা চিকিৎসার জন্য নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে।  হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আহতের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু তার আত্মীয় পরিজনদের কোন খোঁজ খবর না মেলায় তাকে জিবি হাসপাতালে রেফার করা যাচ্ছে না। জানা গেছে আহতের নাম কিশোর দেববর্মা।তার বাড়ি কৈলাশহরের পঞ্চম পাড়ায়। বাইক দুর্ঘটনায় তার সারা শরীর সহ মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন।

পরবর্তী খবর