শনিবার উদয়পুর মহাদেব বাড়ি থেকে সনাতন ধর্ম সম্মেলন, সংকীর্তন শুভযাত্রা ও দামোদর ব্রত উদযাপন উপলক্ষে এক মিছিল অনুষ্ঠিত হয়। সারা শহর পরিক্রমা করে উদয়পুর ধ্বজনগরস্থিত নেতাজি সুভাষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এই শুভযাত্রা মিছিলের উদ্যোক্তা আগরতলা জগন্নাথ বাড়ির শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এই শুভ যাত্রা মিছিলে প্রাসঙ্গিকতা বলতে গিয়ে বিধায়ক রামপদ জমাতিয়া বলেন, সার্বিক একতা, প্রেম, সৌভ্রাতৃত্ব ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গলার্থে ধ্বজনগরস্থিত নেতাজি সুভাষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে নগর সংকীর্তন শুভযাত্রা ও ধর্মসভা আয়োজন করা হয়েছে। এই সভা গতকাল শুক্রবার রাত থেকে শুরু হয়েছে চলবে শনিবার পর্যন্ত।