সর্বশেষ সংবাদ
রঞ্জি ট্রফির ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল মুম্বই ।

রঞ্জি ট্রফির ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল মুম্বই ।


রঞ্জি ট্রফির ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল মুম্বই ।  প্রথম ইনিংসে মুম্বইয়ের করা ৪৫০ রানের জবাবে ত্রিপুরার প্রথম ইনিংস  থামলো ৩০২ রানে।  ১৪৮ রানের মূল্যবান লিড পায় ৪২ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই ।  প্রথম ইনিংসে খেলতে নেমে এক উইকেটে ৬০ রান হাতে নিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে ত্রিপুরা।  ত্রিপুরার ইনিংসে উল্লেখযোগ্য ঘটনা জিওনজ্যোত সিং এর দুরন্ত সেঞ্চুরি।  ১৫ টি চারের সাহায্যে ১৮৮ বলে ১১৮ রান করে আউট হন তিনি। ত্রিপুরার অধিনায়ক মনদীপ সিং ৬২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শ্রীদাম পাল ৫২ করে আউট হন।   এই তিন জন ছাড়া ত্রিপুরার আর কোনও  ব্যাটার সেরকম বলার মতো রান করতে পারেননি। মুম্বইয়ের হয়ে হিমাংশু সিং সর্বাধিক ৬ টি  উইকেট দখল করেন।  এছাড়া শামস মুলানি তিনটি এবং মোহিত অবস্থি একটি উইকেট পান।  প্রথম ইনিংসে  ১৪৮  রানের লিড পেলেও  দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে  চাপে মুম্বই।  তৃতীয় দিনের শেষে  দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের সংগ্রহ দুই উইকেট হারিয়ে মাত্র ৭ রান।  ম্যাচে ১৫৫ রানে এগিয়ে অজিঙ্কা রাহানে ব্রিগেড ।  মঙ্গলবার ম্যাচের শেষ দিন।

পরবর্তী খবর