সর্বশেষ সংবাদ
চায়ের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে পান করানো হলো বহি রাজ্যের এক ইঞ্জিনিয়ার কে।

চায়ের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে পান করানো হলো বহি রাজ্যের এক ইঞ্জিনিয়ার কে।

চায়ের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে পান করানো হলো বহি রাজ্যের এক ইঞ্জিনিয়ার কে। পরে তাকে অপহরণ করল এক অটোওয়ালা এবং তার এক সাকরেদ। জিরানিয়ার জঙ্গলে নিয়ে যাবার সময় সেখানে আগে থেকেই উপস্থিত থাকা আরও তিনজন অর্থাৎ সবমিলিয়ে মোট পাঁচজন তার সর্বস্ব হাতিয়ে নিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাতটার পর। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ২৮ বছরের যুবক বিকাশ কুমার। তার বাড়ি বিহারে। রিলায়েন্স টাওয়ারের সার্ভে ইঞ্জিনিয়ার হিসেবে তিনি সবসময় আগরতলা আসেন এবং কাজের দেখভাল করেন। তিনি জানিয়েছেন তাকে অপহরণ করে জিরানিয়ার একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয় 
এবং সর্বস্ব লুট করে তাকে সেখানে ফেলে রাখা হয়। পরে মানুষের সহযোগিতায় জিরানিয়া থানা তাকে উদ্ধার করে। ঘটনাটির পরিপ্রেক্ষিতে তিনি তার ভয়ংকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে। প্রশ্ন তুলেছেন ত্রিপুরার নিরাপত্তার এই জরাজীর্ণ দশা বাস্তবে কোন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে?

পরবর্তী খবর