আসন্ন শারদীয়া উৎসব ও দীপাবলি উৎসবকে সামনে রেখে রাজ্যের বিশিষ্ট সমাজসেবী প্রতীক কিশোর দেব্বর্মা নিজের উদ্যোগে এগিয়ে এলেন সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষে। চড়িলাম বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকায় যারা দুঃস্থ রয়েছেন তাদের মুখে শারদীয়া দুর্গোৎসবের আগে হাসি ফুটানোর লক্ষ্যে তাদের মধ্যে বস্ত্র বিতরন করার ব্যবস্ত্যহা করেন প্রতীক কিশোর দেববর্মন। শাড়ি ও ত্রিপুরার ঐতিহ্যবাহী বস্ত্র রিগনাই বা পাছড়া বিতরনের মাধ্যমে তাদের পাশে দাড়াবার চেষ্টা করেন তিনি। এমনিতেই সাম্প্রতিক বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে পুজোর আগে এলাকার মানুষ নতুন বস্ত্র হাতে পেয়ে স্বাভাবিক ভাবেই খুশী এলাকার লোকজন।