সর্বশেষ সংবাদ
বন্যা পীড়িতদের সাহায্যার্থে মহারানী তুলসীবতী অ্যালমনি রবিবার চন্দ্রপুর বাজার সংলগ্ন তুষার সংঘে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে।

বন্যা পীড়িতদের সাহায্যার্থে মহারানী তুলসীবতী অ্যালমনি রবিবার চন্দ্রপুর বাজার সংলগ্ন তুষার সংঘে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে।


বন্যা পীড়িতদের সাহায্যার্থে মহারানী তুলসীবতী অ্যালমনি রবিবার চন্দ্রপুর বাজার সংলগ্ন তুষার সংঘে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। স্বাস্থ্য শিবিরে বিশিষ্ট ডাক্তাররা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং  বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। স্বাস্থ্য শিবিরটি পরিদর্শন করেন পুরসভার মেয়র দীপক মজুমদার, মহারানী তুলসীবতী অ্যালমনির সম্পাদিকা চন্দ্রা রায় সহ অন্যান্যরা।

পরবর্তী খবর