সর্বশেষ সংবাদ
গোমতী জেলায় কৃষির ব্যাপক ক্ষতি।

গোমতী জেলায় কৃষির ব্যাপক ক্ষতি।


গোমতী জেলায় কৃষির ব্যাপক ক্ষতি। সরকারের প্রতিনিধিরা অফিসে বসে ক্ষতিপূরণের তালিকা করছেন। বাস্তবের সাথে সে তালিকার মিল নেই। কৃষি না বাঁচলে মানুষ বাঁচবে না, ত্রিপুরা বাঁচবে না। সরকার সদর্থক ভূমিকা নিক, ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষনা করতে হবে। কৃষি ও কৃষকের জন্য সরকার সঠিক ভূমিকা না নিলে মানুষকে নিয়ে রাস্তায় নামবে কৃষক সভা। ভয়াবহ বন্যা বিধ্বস্থ উদয়পুর ও অমরপুর মহকুমা এলাকা সরজমিনে পরিদর্শন শেষে উদয়পুরে সাংবাদিক সম্মেলন করে কথাগুলো বলেন সারা ভারত কৃষক সভা'র রাজ্য সম্পাদক পবিত্র কর।

পরবর্তী খবর