মানুষ এখন তাদের জন্মদিন নানাভাবে স্মরণীয় করে রাখার মধ্য দিয়ে পালন করে থাকে। কেউবা জন্মদিনে আয়োজন করে রক্তদান উৎসবের। আবার অনেকে দুস্থদের বস্ত্র বিতরণের মাধ্যমে পালন করে জন্মদিন। ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তের আজ জন্মদিন। উনার জন্মদিনটি স্মরণীয় করে রাখতে আজ মৃত্যুপথ যাত্রী ক্যান্সার আক্রান্ত রুগীদের কিছু ফল মিষ্টি বিতরণ করেন উনার স্ত্রী। সেই সাথে তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করেন তিনি।