সর্বশেষ সংবাদ
সদর মহকুমার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া পাওয়ার সাবস্টেশন গত ১০-১২ বছর আগে তৈরি হয়েছিল।

সদর মহকুমার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া পাওয়ার সাবস্টেশন গত ১০-১২ বছর আগে তৈরি হয়েছিল।


সদর মহকুমার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া পাওয়ার সাবস্টেশন গত ১০-১২ বছর আগে তৈরি হয়েছিল। সেখান থেকে বহি রাজ্যের আসাম মিজোরাম সহ পার্শ্ববর্তী বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো হচ্ছে। একই সাথে পাওয়ার সাব স্টেশনের পাশে  সরকারের কয়েক কোটি টাকা ব্যয়ে দুইটি বহুতল বিশিষ্ট দুটি কোয়ার্টার তৈরি করা হয়েছে সূর্যমনিনগর পাওয়ার সাব স্টেশনের আধিকারিকদের থাকার জন্য। বহুতল বিশিষ্ট দুটি দালান বাড়ি তৈরি করার পর এতে লাগানো হয়েছিল মূল্যবান পাখা এবং এসি। এদিকে সরকারি আধিকারিকদের জন্য তৈরি করা কোয়াটার দীর্ঘ বছর ধরে অযত্নে পড়ে থাকার ফলে চোরের দল রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কোয়ার্টারে সরকারি অর্থে লাগানো পাখা এবং এসি সহ বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জাম খুলে নিয়ে যায়। কিন্তু তারপরেও সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়ে কোন নজর দিচ্ছে না। এলাকাবাসীদের অভিযোগ পাওয়ার সাবস্টেশনের আধিকারিকরা যদি সেখানে না থাকে তাহলে কয়েক কোটি টাকা সরকারি অর্থ খরচ করে কেন এই দালান বাড়ি তৈরি করা হলো? এলাকাবাসীদের অভিযোগ এটা নিতান্তই সরকারি অর্থের অপচয়।

পরবর্তী খবর