জয়নগরের নব দিগন্ত ক্লাবের দুর্গাপূজার খুঁটি পূজা ও কাঠামখিলি অনুষ্ঠিত হয় শুক্রবার। খুঁটি পূজা ও কাঠামখিলি অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্লাব সদস্য সদস্যা সহ এলাকার জনগণের মধ্যে উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয় এদিন। অনুষ্ঠানে ক্লাবের সদস্যা সদস্য সহ এলাকার সকল অংশের লোকজন উপস্থিত ছিলেন। ক্লাব কর্মকর্তারা জানান, এবছর নেপালেরমসাই মন্দিরের অনুকরনে দুর্গাপূজার প্যান্ডল তৈরী করা হবে। পূজার প্রাথমিক বাজেট ২৫ লক্ষ টাকা।