সর্বশেষ সংবাদ
মনু নদীর উপর দিয়ে চালিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল এই লোহার ফুট ব্রিজ দিয়ে প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাচলে বাধ্য স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার প্রায় এক হাজারের‌ও বেশি মানুষ।

মনু নদীর উপর দিয়ে চালিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল এই লোহার ফুট ব্রিজ দিয়ে প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাচলে বাধ্য স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার প্রায় এক হাজারের‌ও বেশি মানুষ।


মনু নদীর উপর দিয়ে চালিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল এই লোহার ফুট ব্রিজ দিয়ে প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাচলে বাধ্য স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার প্রায় এক হাজারের‌ও বেশি মানুষ।
সাব্রুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীর উপর নির্মিত এই ফুট ব্রিজ টি চালিতাছড়ি এলাকাকে সাব্রুমের হরিনা বাজারের সাথে সংযুক্ত করে আর এই চালিতাছড়ি এলাকার লোকজনরা পুরোপুরি নির্ভরশীল এই হরিনা বাজারের উপর। এমনিতেই ব্রিজের অবস্থা ছিল খুবই জরাজীর্ণ। কিন্তু বিগত কয়েকদিন আগে প্রবল বর্ষণে ব্রিজ টির মাঝখানের পিলারটি জলের তোড়ে ভেসে যায়। যার ফলে বর্তমানে খুবই বিপদজনকভাবে এক প্রকার জীবন হাতে নিয়ে এলাকার লোকজনরা এই ব্রিজটি পার করছেন। আগে একটা সময় এই ব্রিজটি দিয়ে অটো গাড়িও চলাচল করতো কিন্তু বর্তমানে অবস্থা এতই খারাপ যে এলাকার সচেতন নাগরিক থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সহ এলাকার সকলের দাবি যেন আপাতত এই ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে বিকল্প একটা ব্যবস্থা করা হয়। কারন আপৎকালীন অবস্থায় চালিকাছড়ি এলাকার লোকজনদের কে বেশ কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে।
এই ব্রিজের একেবারে পাশ দিয়ে আজ থেকে প্রায় ১২-১৫ বছর আগে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় কিন্তু এখনো অব্দি এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়নি আদৌ কবে শেষ হবে সেই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন।

পরবর্তী খবর