তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে আগামীকাল মান্দাই এর খরাঙ কমিউনিটি হলে রাজ্য সরকারের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। প্রসঙ্গত স্বাধীনতার পর প্রথমবার ত্রিপুরা থেকে কোনো রাজ্যের সাংবিধানিক পদে দ্বায়িত্ব ভার গ্রহণ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা।