" পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ভোটাররা উৎসবের মেজাজে, নিরাপদে ভোট দিয়েছেন। গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন, শক্তিশালী করেছেন"। বৃহস্পতিবার আগরতলায় বিজেপির রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন থেকে একথা বলেন রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। " পঞ্চায়েত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে" এই দাবিও করেন তিনি।
সেই সাথে সুব্রত বাবু এদিন আশা প্রকাশ করেন
" পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন।"
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত দাবি করেন " শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে"। এদিন সাংবাদিক সম্মেলন থেকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকারও উপস্থিত ছিলেন।