বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের উপর নজরদারি চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান গতকাল আসাম রাইফেলস বিএসএফ সিআরপিএফ ও রাজ্য পুলিশের ডিজিপির সাথে আলোচনা হয়েছে। দিল্লির সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে সরকার। কেন্দ্রীয় সরকার যেভাবে নির্দেশ দেবে সেভাবে কাজ করবে রাজ্য সরকার। কোনভাবে যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। সমন্বয় রক্ষা করে কাজ করার জন্য তিনি রাজ্য পুলিশের মহা নির্দেশককে বলেছেন বলে জানিয়েছেন তিনি।