সর্বশেষ সংবাদ
TFA পরিচালিত ঘরোয়া B ডিভিশন ফুটবল লিগে রবিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

TFA পরিচালিত ঘরোয়া B ডিভিশন ফুটবল লিগে রবিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।


TFA পরিচালিত ঘরোয়া B ডিভিশন ফুটবল লিগে রবিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।  প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব এবং NSRCC ।  ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।  বীরেন্দ্র ক্লাবের হয়ে গোল করেন চিকনমনি জমাতিয়া।   অন্যদিকে NSRCC এর গোলদাতা  সজল দাস ।  

দ্বিতীয় ম্যাচে কল্যাণ সমিতি ৩ - ২ গোলে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব কে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধেই তিনটি গোল পেয়ে যায় কল্যাণ সমিতি।  দ্বিতীয়ার্ধে দুটি গোল করলেও  নিজেদের পরাজয় আটকাতে পারেনি ত্রিপুরা পুলিশ  রিক্রিয়েশন ক্লাব ক্লাব।

পরবর্তী খবর