TFA পরিচালিত ঘরোয়া B ডিভিশন ফুটবল লিগে রবিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব এবং NSRCC । ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। বীরেন্দ্র ক্লাবের হয়ে গোল করেন চিকনমনি জমাতিয়া। অন্যদিকে NSRCC এর গোলদাতা সজল দাস ।
দ্বিতীয় ম্যাচে কল্যাণ সমিতি ৩ - ২ গোলে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব কে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধেই তিনটি গোল পেয়ে যায় কল্যাণ সমিতি। দ্বিতীয়ার্ধে দুটি গোল করলেও নিজেদের পরাজয় আটকাতে পারেনি ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব ক্লাব।