নয় দফা দাবিতে রোববার সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছে আন্দোলনকারী ছাত্রজনতা। বিশেষ করে যাত্রাবাড়ী, শাহবাগ, উত্তরা, রামপুরা, আমোদপুর, ধানমন্ডি সহ রাজধানীর অন্তত দশটি স্পটে সকাল থেকে অবরোধ করে অবরোধ করেছে আন্দোলনরত ছাত্র জনতা,এ সময় সরকারি দল সমর্থক নেতাকর্মীদের সাথে আন্দোলনকারী ছাত্র জনতা সঙ্গে সংঘর্ষ হয়। এদিকে বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলন মোকাবেলায় রোববার সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের সব জেলা উপজেলায় শক্ত অবস্থানে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোর থেকে রাজধানীর সবকটি সংসদীয় আসন ও সকল ওয়ার্ডে পাড়া মহল্লায় সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্রম মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।