সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন গন্ডাছড়ার পরিস্থিতি মোটেও ভালো নেই। আইনের শাসন ভেঙে পড়েছে। প্রশাসন যন্ত্র কে কাজে লাগিয়ে নিরীহ মানুষের উপর ক্রমাগত অত্যাচার চালিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতির জন্য শাসক দল বিজেপিকেই অভিযোগের কাঠগড়ায় তুললেন তিনি। আজ মেলারমাঠ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ করেছেন তিনি। তিনি জানান সম্প্রতি গন্ডাছড়ায় ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার জেরে গতকাল সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিএমের একটি প্রতিনিধি দল সেখানে যান। এলাকার জগবন্ধু পাড়া, বিশকার্ড, ছয়কার্ড, সাত কার্ড এলাকা, দুর্গাপুর শর্মা বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাধারণ ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন তারা। তিনি অভিযোগ করেন গন্ডাছড়ায় যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরী হয়েছে সেই পরিস্থিতি মোকাবেলায় শাসক দলের নেতা মন্ত্রীদের কোন ভূমিকা নেই। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য নরেশ জমাতিয়া, বিধায়ক সুদীপ সরকার, নয়ন সরকার প্রমুখ।